সাগরে নিম্নচাপের জেরে কলকাতায় দুর্ভোগ। এই পরিস্থিতিয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে কুণাল ঘোষ বললেন, 'পুরসভা, প্রশাসন, রাজ্য সরকার সকলেই চেষ্টা করছে। তবে এই মোড়টায় একটা অদ্ভুত সমস্যা চলছে। এইপাশে রয়েছে মহেন্দ্র সিমানী স্ট্রিট। সুকিয়া স্ট্রিট। এই জায়গাটা একটু নীচু। বৃষ্টি হলেই জল জমে। আগে এখানে ৩-৪ দিন জল থাকত। এখন সেটা ২-৩ ঘণ্টায় নেমে যায়। পুরসভা ভাল কাজ করছে। কিন্তু এ বার যেটা সমস্যা হচ্ছে, তাতে জলের ফ্লো রাস্তার ওপাশ থেকে বেরিয়ে রামমোহন রায় রোডে চলে যাচ্ছে। ফলে রামমোহন রায় রোডে যে জলটা জমত না, সেটা হচ্ছে। সব জায়গাতেই পুরসভার যে কর্তারা রয়েছেন, তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।'