যে জমি একদিন বড় শিল্পের স্বপ্ন দেখেছিল, হাজার হাজার মানুষ দু-মুখো অন্ন সংস্থানের আশা দেখেছিল, সেই জমিতেই আজ বড় সভা। একদিন হুগলির সিঙ্গুর ছেড়েই গুজরাটের সানন্দে চলে গিয়েছিল টাটার ন্যানো কারখানা। সিঙ্গুরের ওই জমিতে আর শিল্প হয়নি, চাষও হয়নি। ওই জমিতেই আজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। হুগলির সিঙ্গুর থেকে ৮৩০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি নতুন অমৃত ভারত ট্রেনেরও ফ্ল্যাগ-অফ করবেন তিনি।