শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের জেরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে, অভিযোগ করছে তৃণমূল। সেখানে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা শ্রীরামপুরের টিএমসি বিধায়কের। কল্যাণ বলেন, 'অমিত শাহ গুজরাটেও এই কাজ করেছেন। পশ্চিমবঙ্গেও এই কাজ করছেন। শুধু মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে ওরা নির্বাচন করবে। এখানে শান্তিকুঞ্জের বাংলা খেকো ষাঁড় আছে, সেই ষাঁড় তো প্রতিদিন মানুষকে ভয় দেখাচ্ছে। এরা যেভাবে উস্কাচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গের অনেকগুলো মানুষ মারা গিয়েছে। এই ভাবে যে উস্কানি দেওয়া হচ্ছে, সেটা আসলে অপরাধমূলক আচরণ। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে আবেদন থাকবে, আপনারা এ বিষয়ে সুয়োমোটো পদক্ষেপ নিন।'