সাপে কামড়েছে! অ্যান্টি-ভেনম নিতে তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে। কিন্তু কোন সাপ কামড়েছে? নাম তো জানেন না, তাই সাপটাকেই ধরে নিয়ে গেলেন হাসপাতালে। দুলালির কাণ্ডে স্তম্ভিত চিকিৎসকরাও।