৭ বছর পর Trinamool-এ কামব্যাক শোভনের, ‘কাজ কথা বলবে’, বললেন বৈশাখী!
Shovan Chatterjee, Baishakhi Banerjee: জোড়া ফুলে যোগ দিয়েই শোভন চট্টোপাধ্যায় বললেন, "তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার। এর সঙ্গে আমার আত্মার যোগাযোগ"। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন ও বৈশাখী।
৭ বছর পর তৃণমূলে কামব্যাক শোভন চট্টোপাধ্যায়ের। জোড়া ফুলে যোগ দিয়েই তিনি বললেন, “তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার। এর সঙ্গে আমার আত্মার যোগাযোগ”। তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন ও বৈশাখী।
“এটা আমাদের কাছে ঘরওয়াপসি নয়। কারণ তৃণমূল আর বিজেপি আলাদা, এমন নয়। এটা একটা ঘরেরই এই চেয়ার থেকে ওই চেয়ার বা এই বিছানা থেকে ওই বিছানায় যাওয়া”, কটাক্ষ সিপিআইএম নেতা শতরূপ ঘোষের।
কাজে বিশ্বাস করেন জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন “‘আগামী দিনে কাজ কথা বলবে তাঁর হয়ে”।