Dwarakeswar River: দ্বারকেশ্বর নদ লাগোয়া ডিহর গ্রাম থেকে উদ্ধার হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি

May 06, 2023 | 1:39 PM

Bankura: দ্বারকেশ্বর নদ লাগোয়া বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্রাচীন জনপদ ডিহর থেকে উদ্ধার হল একটি প্রাচীন বিষ্ণুমূর্তি। গতকাল স্থানীয় সূত্রে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, পুলিশ ও বিষ্ণুপুর মিউজিয়াম কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন ইতিহাসের নিরিখে এই মূর্তির মূল্য অপরিসীম।

দ্বারকেশ্বর নদ লাগোয়া বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্রাচীন জনপদ ডিহর থেকে উদ্ধার হল একটি প্রাচীন বিষ্ণুমূর্তি। গতকাল স্থানীয় সূত্রে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, পুলিশ ও বিষ্ণুপুর মিউজিয়াম কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন ইতিহাসের নিরিখে এই মূর্তির মূল্য অপরিসীম।

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ডিহর গ্রামের অবস্থান দারকেশ্বর নদের পাড়েই। কয়েক হাজার বছর আগেও এই ডিহর গ্রামের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন ইতিহাস গবেষকেরা। বিভিন্ন সময় এই গ্রামের একাধিক ঢিপিতে সরকারী ভাবে খননকার্যও চালিয়ে ইতিহাসের খোঁজ চালানো হয়। সেই ডিহর গ্রামেই এবার উদ্ধার হল প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন কালো ক্লোরাইট পাথর খোদাই করে একাদশ অথবা দ্বাদশ শতকে এই মূর্তিটি তৈরী করা হয়। সম্প্রতি বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও মিউজিয়াম কর্তৃপক্ষ খবর পান ডিহর গ্রাম লাগোয়া দারকেশ্বর নদের গর্ভ থেকে প্রাচীন মূর্তি উদ্ধার করেছেন স্থানীয় এক যুবক। খবর পেতেই প্রশাসনিক আধিকারিক ও মিউজিয়াম কর্তৃপক্ষ বিষ্ণুপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডিহর গ্রামে যায়। সেখানে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে আনা হয় বিষ্ণুপুর মিউজিয়ামে। আপাতত মূর্তিটি বিষ্ণুপুর মিউজিয়ামেই রাখা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Published on: May 06, 2023 12:49 PM