5

Bike Refueling: ৫০ টাকার তেল ভরান?

অনেকেই পেট্রোল পাম্পে গিয়ে অল্প টাকার তেল ভরান। ৫০ টাকার তেল নিলে বাইকের ক্ষতি হয়? কতটা তেল পাওয়া যায় ৫০ টাকায়? ০.৬২ থেকে ০.৬৭ লিটার তেল পাওয়া যায় ৫০ টাকায়।

| Edited By: | Updated on: Sep 16, 2023 | 4:56 PM

অনেকেই পেট্রোল পাম্পে গিয়ে অল্প টাকার তেল ভরান। ৫০ টাকার তেল নিলে বাইকের ক্ষতি হয়? কতটা তেল পাওয়া যায় ৫০ টাকায়? ০.৬২ থেকে ০.৬৭ লিটার তেল পাওয়া যায় ৫০ টাকায়। যে বাইক ১ লিটারে ৫০ কিমি মাইলেজ দেয়। সেই বাইক ৫০ টাকার তেলে ২৫ কিলোমিটার চলবে। বাইক ডিলার ও অটো এক্সপার্টদের মতে এরকম করলে মোটরবাইকের ক্ষতি হয়। BS6 বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফাঁকা রাখা উচিত নয়। কম তেল রাখাও উচিত নয়। মোটরবাইকের ট্যাঙ্কে অন্তত ১ থেকে ২ লিটার তেল রাখা উচিত। ২০০ সিসির বেশি বাইকে কখনওই ৫০ টাকার তেল ভরানো উচিত নয়। ফুয়েল ট্যাঙ্কে কম তেল থাকলে বেশি বাতাস থাকে। সেই অতিরিক্ত বাতাস ইঞ্জিনে পৌঁছে ফুয়েল পাম্পের ক্ষতি করে। এতে খারাপ হতে পারে ফুয়েল ইঞ্জেক্টর। বাইকের ট্যাঙ্কে পর্যাপ্ত ফুয়েল না থাকলে ট্যাঙ্কের ভিতরে মরচে পড়তে পারে। কম তেল ভরলে ঠিকঠাক মাইলেজ দেয় না মোটরবাইক। গন্তব্যের আগেই দাঁড়িয়ে যেতে পারে বাইক।

Follow Us: