Donald Trump: কর ফাঁকি দিতে গলফ কোর্সে বৌকে সমাধি! বিস্ফোরক অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

| Edited By: সোমনাথ মিত্র

Aug 10, 2025 | 6:05 PM

বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে কটাক্ষ করে লিখছেন, “এই না হলে ব্যবসা-বুদ্ধি। কর ফাঁকি দিতে নিজের প্রাক্তন স্ত্রীর মরদেহকেও ব্যবহার করতে ছাড়ছেন না মিস্টার প্রেসিডেন্ট।”

নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত Trump National Golf Course–কে ঘিরে নতুন বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, কর ফাঁকি দেওয়ার জন্য তিনি ব্যক্তিগত গলফ কোর্সের ভেতরই প্রাক্তন স্ত্রী ইভানা ট্রাম্পের সমাধি করেছেন।প্রসঙ্গত, ৬০০ একরের এই আন্তর্জাতিক মানের গলফ কোর্স ট্রাম্পের ব্যক্তিগত সম্পত্তি এবং আয়ের অন্যতম উৎস।

২০২২ সালে ইভানার মৃত্যু হলে, ডিভোর্সের তিন দশক পরও ট্রাম্প তাঁকে নিজের গলফ কোর্সেই সমাধিস্থ করেন। প্রথমে অনেকেই মনে করেছিলেন, এটি ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আমেরিকান এনজিও Awareness for Success-এর দাবি, বিষয়টি আসলে কর ফাঁকির কৌশল। নিউ জার্সির আইনে, সমাধি ক্ষেত্র হিসেবে নিবন্ধিত জমির জন্য কোনও রিয়েল এস্টেট, ব্যবসা বা বিক্রয় কর দিতে হয় না। অভিযোগ, এই সুযোগ নিয়েই গলফ কোর্সকে সমাধিক্ষেত্র হিসেবে রেজিস্ট্রি করান ট্রাম্প, যাতে কোটি কোটি ডলারের কর বাঁচানো যায়।

যদিও অভিযোগ প্রমাণিত নয়, যুক্তরাষ্ট্রে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে কটাক্ষ করে লিখছেন, “এই না হলে ব্যবসা-বুদ্ধি। কর ফাঁকি দিতে নিজের প্রাক্তন স্ত্রীর মরদেহকেও ব্যবহার করতে ছাড়ছেন না মিস্টার প্রেসিডেন্ট।”