Sourav Ganguly Biopic: রণবীর কাপুর নন, সৌরভের বায়োপিকে কে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 03, 2023 | 12:41 AM

রণবীর কাপুর নন, এবার প্রকাশ্যে এল কোন অভিনেতার কাছে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রস্তাব।

সৌরভের বায়োপিকে কে?
রণবীর কাপুর নন, এবার প্রকাশ্যে এল কোন অভিনেতার কাছে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রস্তাব। আয়ুষ্মান খুরানা—ক্রিটেক খেলায় তিনি পারদর্শী, আর সেই কারণেই তিনি এবার চুক্তিবদ্ধ হলেন। আগামী দুই মাস চলবে প্রস্তুতি, সম্ভাব্য শুটিং ডিসেম্বরেই।

কেঁদে ফেললেন মিঠুন
‘ডান্স বাংলা ডান্স’-এ কনকাঞ্জলি সম্পর্কিত এক নাচ পরিবেশনা করছিলেন এক প্রতিযোগী। যা দেখে নিজেকে সামলাতে পারলেন না মিঠুন চক্রবর্তী। কান্নায় ভেঙে পড়লেন প্রকাশ্যেই। মেয়ে দিশানীর বিয়ের কথা মনে করে তাঁর বক্তব্য,”যে দিন হবে সে দিন, আমি আর আমার স্ত্রী দু-জনেই মারা যাব।”

করণ-কার্তিক সমীকরণ
কার্তিক আরিয়ানের সঙ্গে করণ জোহরের সম্পর্ক কি এবার ঠিক হওয়ার পথে? একটা সময় করণের জন্যই কোণঠাসা হয়েছিলেন কার্তিক। আর এবার তাঁদেরই সাক্ষাৎ করে কথা বলতে দেখা গেল। বলিউড অন্দরমহলের খবর, এবার এই জুটি বলিউডে বক্স অফিস ধরতে ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন।

‘জওয়ান’ ঝড়
শুরু হয়ে গিয়েছে ‘জওয়ান’ ছবির টিকিট বুকিং। প্রি-বুকিং-এ এবার সলমন খানছে ছাপিয়ে গেলেন শাহরুখ খান। ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর অগ্রিম টিকিট বুকিং থেকে আয়ের অঙ্ক যা এসেছিল, শাহরুখের ঝুলিতে এবার তার থেকেও বেশি টাকা, ৯ কোটি ইতিমধ্যেই ঘরে তুলেছেন শাহরুখ খান।

পিছিয়ে গেল ‘সালার’
শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ ঝড়ে এবার সরে দাঁড়ালেন প্রভাস। পর পর দুই ফ্লপের পর এবার আর ঝুঁকি নিতে চাইছেন না দক্ষিণীস্টার প্রভাস। আর ঠিক সেই কারণেই ‘সালার’ ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার খবর এল প্রকাশ্যে, সম্ভাব্য মুক্তি ডিসেম্বর কিংবা আগামী বছর জানুয়ারিতে।

দূর রহো মুঝসে: রাখী
রাখী সাওয়ান্ত আর বলা যাবে না তাঁকে। তিনি এখন ফতিমা–এমনটাই ঘোষণা করেছিলেন কিছু দিন আগে। স্বামী আদিল খানের সঙ্গে বিবাহসূত্রে ধর্ম পরিবর্তন করছেন। তাই ইসলাম ধর্মেই পরিচিত হতে চান তিনি–এমনটাই জানিয়েছেন। সম্প্রতি উমরাহ করতে মক্কা-মদিনায় গিয়েছিলেন রাখী। সেখান থেকে ফিরেই রাখীর সাফ বক্তব্য, “আদমি লোগ, ডোন্ট টাচ, দূর রহো মুঝসে”।

বিদেশ থেকে ডিগ্রি টুইঙ্কলের
৪৮ বছর বয়সে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করলেন প্রাক্তন অভিনেত্রী-প্রযোজক তথা লেখিকা টুইঙ্কল খান্না। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ফিকশন রাইটিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন তিনি। স্ত্রীর সাফল্যে গর্বিত স্বামী অক্ষয় কুমারও। লিখলেন, “দুর্দান্ত সাফল্য। টিনা, আমি তোমাকে নিয়ে গর্বিত।”

২১-এ মৃত্যু গায়িকার
ক্যানসার, ব্রেন টিউমার, শরীরে একের পর এক জটিল ব্যাধির থাবা। আর লড়াই চালিয়ে যেতে পারল না বছর ২১-এর শরীরটা। চলে গেলেন ব্রিটিশ গায়িকা ফে ফ্যান্টারো। মাত্র ৮ বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে উঠেছিলেন। এতদিল লড়াই চালালেও অবশেষে সব শেষ।

মিটল ভুল বোঝাবুঝি
দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষের মধ্যে সম্পর্ক যে একেবারেই ভাল যাচ্ছে না, এ কথা কারও অজানা ছিল না। দিব্যজ্যোতির জন্মদিনে স্বস্তিকা কী করেন, সে দিকে নজর ছিল ভক্তদের। মন যে নরম হয়েছে, সে আভাস পাওয়া গিয়েছিল আগেই, এবার পরিস্কার হল সবটা। ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই দিব্যকে নিয়ে এল স্বস্তিকার পোস্ট। দু’জনের ছবি শেয়ার করে লিখলেন, “শুভ জন্মদিন হিরো। ভাল থাক সবসময়, খুশি থাক। আর আরও ভাল ভাল কাজ কর।”

Indian Cricketers: ক্রিকেট কাব্যের উপেক্ষিতরা
World Quietest Animal: বিশ্বের সবচেয়ে শান্ত প্রাণী!
Indian Cricketers: ক্রিকেট কাব্যের উপেক্ষিতরা
World Quietest Animal: বিশ্বের সবচেয়ে শান্ত প্রাণী!