Latest Video Viral: রাস্তায় জেব্রা ক্রসিং তো অনেক দেখেছেন। কিন্তু সেই জেব্রা ক্রসিং দিয়ে জেব্রা (Zebra) পারাপার করছে তা দেখেছেন কি? শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন জেব্রা ক্রসিং দিয়ে মানুষের জায়গায় জেব্রা যাচ্ছে, দৃশ্য়টা কেমন হবে? এ কোনও কাল্পনিক ঘটনা নয়। বাস্তবেই এমনটা হয়েছে। দক্ষিণ কোরিয়ার শহর সিউলেতে মানুষ একটি জেব্রাকে গাড়ি ঘোড়ার মাঝে রাস্তা পার হতে দেখেছে। আসলে একটি জেব্রা চিড়িয়াখানা থেকে পথভ্রষ্ট হয়ে রাস্তায় বেরিয়ে আসে। আর রাস্তায় জেব্রা দেখে মানুষ অবাক। সেই ভিডিয়োই ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায় (Social Media)।
India Today-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জেব্রাটির নাম সিরো। সিউলের চিলড্রেনস গ্র্যান্ড পার্কে জেব্রাটির জন্ম। চিড়িয়াখানা থেকে তিন বছর বয়সী সিরো পালিয়ে যায়। তথ্য অনুযায়ী, সিরোর বাবা-মা দুই বছর আগে মারা গিয়েছে। বাবা-মায়ের মৃত্যুর পর সে চিড়িয়াখানা থেকে পালানোর চেষ্টা করেছে। সেরোকে রাস্তায় ওভাবে ছুটতে দেখে লোকজন অবাক হয়। তাকে দেখে অনেকেই ছুটতে শুরু করেন। আর তার ভিডিয়ো করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই।
ঘটনাটি ঘটেছে সিউল শহরের গুয়াংজিন-গু এলাকায়। রাস্তায় জেব্রা দেখে লোকজন সেখানকার চিড়িয়াখানায় জানায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের আধিকারিকরা। ট্র্যাফিক জ্যামের পরে, সিরো একটি গলিতে ঢুকে পড়ে। যেখানে তাকে ঘিরে রাখা হয়েছিল। এর পর দূর থেকে সেডেশন বন্দুকের গুলি ছুড়ে তাকে অচেতন করা হয়। তারপর তাকে গাড়িতে তুলে নিয়ে চিড়িয়াখানায় ছেড়ে দেওয়া হয়।
Videos and pictures emerging of a zebra on the loose in the streets of Seoul today pic.twitter.com/UntZ4uRbvu
— Hyunsu Yim (@hyunsuinseoul) March 23, 2023
ভিডিয়োটির ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্টও করেন। আর সিরোর সব তথ্য় সামনে আসতেই অধিকাংশ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। কেউ বলেছেন, “প্রাণীদের ওভাবে চিরিয়াখানায় রেখে দেওয়ার কোনও মানেই নেই।” আরও একজন বলেছেন, “রাস্তায় ওভাবে ঘুরলে ওর বড় কোনও ক্ষতি হতে পারত।” অন্য় একজন বলেছেন, এতদিন রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, কিন্তু এবার জেব্রাকেও দেখে নিলাম।”