সারদা মায়ের ১৭০তম জন্মতিথিতে সেজে উঠেছে বেলুরমঠ ও জয়রামবাটি।

ভোরের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজোপাঠ। সেই সঙ্গে রামকৃষ্ণ দেব ও সারদার বিশেষ পূজাঅর্চনা।

বাংলা ক্যালেন্ডারের ১২৬০ সনের ৮ পৌষ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের জয়রামবাটি গ্রামে জন্ম হয় সারদা দেবীর।

জন্মের পর সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমাঙ্করী। তারপর রাশ্যাশ্রিত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি।

পরবর্তীকালে ক্ষেমঙ্করী নামটির বদলে সারদামণি রাখ হয়েছিল।

কথিত আছে, তাঁর জন্মের আগে বাবা রামচন্দ্র ও মা শ্যামাসুন্দরী উভয়কেই দিব্যদর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন।

মেয়েবেলা থেকেই মহামায়ার ধ্যান অভ্যাস করতেন তিনি। এমনকি সেই সময় দিব্য দর্শন ও অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।