রেজ়ার ব্যবহারের কারণে বগলে কালো ছোপ পড়ে। এই সমস্যা দূর করুন ঘরোয়া উপায়ে।

বগলে পাতিলেবুর রস লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

পাতিলেবু ত্বকের উপর প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে, যা মেলোনিনের পরিমাণ কমিয়ে দেয়।

পাতিলেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও বগলে লাগাতে পারেন।

বেকিং সোডা আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

আর যদি প্যাক লাগানোর সময় না থাকে, তাহলে নিয়মিত নারকেল তেল মালিশ করুন।

ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল আপনার বগলের কালো ছোপ দূর করে দেবে।