দুর্গাপুজোর একটি অপরিহার্য এবং অন্যতম প্রধান পুজো হল এই সন্ধিপুজো
অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ তিথিতে হয় এই পুজো
অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শেষ ২৪ মিনিটের মধ্যে হয় এই পুজো
এই ৪৮ মিনিটে যে দুই তিথির মহামিলন ঘটে তাকে বলা হয় মহাসন্ধিক্ষণ
১০৮ পদ্ম এবং ১০৮ প্রদীপে হয় এই সন্ধিপুজো। যে কোনও রকম ইচ্ছেপূরণ হয় এই পুজোতে। এছাড়াও কোনও বাধা থাকলে তা কেটে যায়। জীবনে সাফল্য আসে
সন্ধিপুজোর ভোগে তাই লুচি, পায়েস, সুজি, পাঁচচরকম ভাজা, চাটনি, খিচুড়ি, মিষ্টি এই ভোগ থাকবেই