ওজন বাড়লে কোমর, তলপেট, স্তন, উরুতে স্ট্রেচ মার্কস দেখা দেয়।
তলপেট, উরুতে স্ট্রেচ মার্কস ক্রপ টপ, শর্টস, শাড়ি পরার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।
স্ট্রেচ মার্কস দূর করতে রোজ নারকেল তেল মাখতে পারেন।
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা স্ট্রেচ মার্কস দূর করে।
স্ট্রেচ মার্কস দূর করতে আলুর রসের সাহায্য নিতে পারেন।
ত্বকের যে কোনও দাগছোপ দূর করে দিতে পারে আলুর রস।
এছাড়া চিনি ও লেবুর রসের গুণে আপনি স্ট্রেচ মার্কস দূর করতে পারবেন।
এক কাপ চিনির সঙ্গে আধ কাপ নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে নিন।
এই মিশ্রণটি স্ট্রেচ মার্কের জায়গায় মালিশ করুন। সপ্তাহে ৩-৪বার এই টোটকা মানলে দাগছোপ উধাও হবে।