ঠান্ডা আবহাওয়ায় গরম জলে স্নান, তারপর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা স্বাভাবিক ঘটনা।

সানস্ক্রিন ব্যবহার করার পরও দিনের শেষেও ত্বক সেই শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

রাতে নাইটক্রিম ব্যবহার করার পরও ত্বকের অবস্থা ফিরে আসে না।

শীতকালে শুষ্ক ও নিস্তেজ ত্বক থেকে মুক্তি পেতে বিশেষ ৩টি উপাদানের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

উপকরণ: ১ চা চামচ মধু, ১ চা চামচ অ্যালোভেরা, ১ চা চামচ ইনস্ট্যান্ট কফি

এই তিনটি উপাদান মিশিয়ে ১৫-২০ মিনিটের জন্য মুখে প্রয়োগ করুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

শুকিয়ে গেলে ন্য়াচারাল ময়েশ্চারাইজার প্রয়োগ করুন।