চোখের চারপাশের কালচে দাগ দূর করতে অনেকেই আইক্রিম ব্যবহার করেন।

চোখের কালি দূর করার জন্য আইক্রিম ব্যবহার করতেই হবে। তাছাড়া এতে চোখের চারপাশের ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

তাই রাতের স্কিন কেয়ারে আইক্রিমের ধাপ কখনওই এড়ানো উচিত নয়।

কিন্তু তাতেও অনেক সময় ভাল ফল পাওয়া যায় না। এর অর্থ আইক্রিম ব্যবহারে ভুল হচ্ছে।

অল্প একটু আই ক্রিম লাগালেই কাজ হবে। চটজলদি ফলের আশায় দামি কিংবা বেশি পরিমাণে আইক্রিম ব্যবহারের প্রয়োজন নেই।

শুকনো ত্বকে আইক্রিম লাগাবেন না। ময়শ্চারাইজ়ার মেখে তার উপর আইক্রিম লাগান।

আপনি চাইলে সিরাম ব্যবহারের পরও আইক্রিম লাগাতে পারেন। এতেও কাজ হবে।