ফের ভারতে মার্চ মাসে এক ধাক্কায়  47 লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

ফের ভারতে মার্চ মাসে এক ধাক্কায়  47 লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

প্রতি মাসের মতোই মার্চের ইউজ়ার সেফটি রিপোর্ট থেকে এমনই পরিসংখ্যান উঠে এসেছে।

ইউজ়ারদের অভিযোগের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলিকে ব্যান করে হোয়াটসঅ্যাপ।

ভারত সরকারের আইটি মন্ত্রকের 4(1)(d) ধারা অনুযায়ী এহেন পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপ।

জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় 46 লাখের কাছাকাছি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল।

মার্চে সেই সংখ্যাটা আরও এক লাখ বেড়েছে।

এখন আপনিও যদি হোয়াটসঅ্যাপের শর্তাবলী লঙ্ঘন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টও ব্যান হতে পারে।

তাই, যে কোনও মেসেজ ফরোয়ার্ড করার আগে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন।