স্বাস্থ্যকর ত্বক পেতে রোজকার ডায়েটে থাকুক এই সেরা ৫ খাবার!

কুমড়োতে রয়েছে আলফা-হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে।

ডায়েটে যোগ করুন পেঁপে। প্যাপেইন নামক এনজাইম থাকায় ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি। ত্বকের নমনীয়তা ও হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে।

মাছে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই। অ্যান্টি-অক্সিডেন্টের উত্‍সস্থল।

শরীরের ভিটামিন এ সরবরাহ করতে মিষ্টি আলু বা রাঙালু খান। ট্যানমুক্ত থাকতে সাহায্য করে।