চায়ের বদলে সকালে লেবুর জলে চুমুক দিন।

ব্রেকফাস্টে একটা করে ডিম খান।

শরীরে শক্তির জোগান পূরণ করতে দুগ্ধজাত পণ্য খেতে পারেন।

ব্রেকফাস্টে ওটমিল খেতে পারেন।

রুটি তরকারিও একই ভাবে স্বাস্থ্যকর।