রান্নাঘর সব মেয়েরই কাছে বড় প্রিয় জায়গা। আর তাই সকলেই চান তাঁর সাধের 'লক্ষীর ভান্ডার' সাজিয়ে গুজিয়ে রাখতে। কিন্তু সব সময় মনের মত রান্নাঘর মেলে না
আর তাই ছোটর মধ্যেই শখ পূরণ করতে হয়।
যদি রান্নাঘরে স্পেস কম থাকে তালে ক্যাবিনেটের সংখ্যা বাড়াতে হবে। উপরের দিকে তাক রাখুন
অযথা জিনিস কিনে ভরিয়ে দেবেন না। যেটুকু দরকার সেটুকুই কিনুন
সবজি কাটার, মাছ-মাংস ধোওয়ার, মশলা বাটার আলাদা জায়গা রাখুন। সবটা এক জায়গায় করবেন না
রান্নাঘরের রং সব সময় হালকা করুন। কিন্তু আল লাগান জোরাল। এতেই দেখতে লাগে ভাল