ঈষদুষ্ণ জলে সামান্য নুন মিশিয়ে দিনে ৩-৪ বার কুলকুচি করুন
গরম জলে ত্রিফলা মিশিয়েও আপনি মুখ ধুতে পারেন
আলসারের জায়গায় সামান্য মধু লাগিয়ে রাখতে পারেন
গরম জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়েও কুলকুচি করতে পারেন
ঘায়ের স্থানে নারকেল তেল লাগিয়ে রাখলেও আরাম পাবেন