সাঁতার কাটার সময় চুলের যত্ন নেবেন কীভাবে?সাঁতার কাটতে যাওয়ার আগে এবং পরে চুল ধুয়ে নিননারকেল তেল ব্যবহার করুন চুলে, এতে চুলের ক্ষয় কম হবেসাঁতার কাটার জন্য রবারের টুপি ব্যবহার করতে পারেনচুলে কন্ডিশনার লাগিয়েও পুলে নামতে পারেনপ্রয়োজনে চুল বেঁধে নিন