ব্লাড সুগারের মাত্রা যদি প্রতিদিন ৭০ -৯০ মিলিগ্রামের মধ্যে থাকে তাহলে তা স্বাভাবিক।

ওটস থেকে ব্লুবেরি, ডিম, সাইট্রাসজাতীয় ফল সবই খেতে পারবেন সুগারের রোগীরা। রক্তে শর্করার মাত্রাও থাকে নিয়ন্ত্রণে।

সাইট্রাস জাতীয় ফল খেলে সুগারের মাত্রা অনেকটাই কম হয়।

প্রোটিন-সমৃদ্ধ ও ফ্যাট-যুক্ত ডিম খান প্রতিদিন। ডায়েটে রোজ ২টি করে ডিম খেলে রক্তে শর্করার মাত্রা কম হয়।

স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী অ্যাভোকাডো ব্লাড সুগারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

সুগার নিয়ন্ত্রণে রাখতে ওটস হল সুপারফুড। প্রোটিন,, ফাইবার সমৃদ্ধ এই খাবারটি রোজ যে কোনও উপায়ে খেতে পারেন।

ডায়েটে যদি ফল রাখতে চান, তাহলে ব্লুবেরি খেতে পারেন। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার।

সবুজ শাকসবজি বেশি করে খান। তাতে ফাইবার, ভিটামিন ও খনিজ থাকে পর্যাপ্ত পরিমাণে।

বাসি খাবার খেলে ইনসুলিনের মাত্রা স্বাভাবিক থাকে। কিমচি, দই, বাটারমিল্ক রোজকার ডায়েটে রাখুন।