স্ট্রেস আজকাল সবার মধ্যেই। জীবনের জটিলতা যত বেড়েছে ততই কিন্তু বেড়েছে এই সব সমস্যা।
আমরা যখন অতিরিক্ত মানসিক চাপে থাকি তখন শরীর থেকে কর্টিসোল হরমোন সবথেকে বেশি পরিমাণে নির্গত হয়। আর যখন খুশি থাকে তার জন্য দায়ী থাকে ডোপামেন এবং সেরোটোনিন
রোজকার খাদ্যতালিকায় এই কয়েকটি পরিবর্তন আনলে যেমন মন ভাল থাকে তেমনই কিন্তু শরীরও থাকে সুস্থ। এতে কর্টিসোল হরমোনও ঠিকমতো কাজ করে
ডার্ক চকোলেট খান। ৭০-৮৫% কোকা আছে এই রকম ডার্ক চকোলেট খান। এতে কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে। এছাড়াও রোজ একবাটি করে টকদই খেতে পারলেও ভাল
কলা, ব্রকোলি, বিভিন্ন বাদাম, মাংস এসবও কিন্তু অবশ্যি রাখবেন ডায়েটে
এখন প্রচুর রকম বীজ পাওয়া যায় বাজারে। সে সবও কিন্তু অবশ্যই রাখবেন ডায়েটে। যেমন সূর্যমুখীর বীজ, তিসি বীজ,কুমড়োর বীজ ইত্যাদি