দুধ অল্পেই উপচে পড়ে। আর তাই তা কখনও প্রেসার কুকারে দেবেন না

প্রেসার কুকারে ডিম সিদ্ধ করতে গেলে কিন্তু সেখান থেকে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়

অনেকেই প্রেসার কুকারে সব্জি সিদ্ধ করেন। এতে কিন্তু সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়

মাছও প্রেসার কুকারে দেবেন না। এতে মাছ বেশি সিদ্ধ হয়ে গলে যেতে পারে

প্রেসার কুকারে ভাত রান্না করলে অ্যাক্রিলামাইড নামের ক্ষতিকর রাসায়নিক যৌগ তৈরি হয়। যা আমাগদের শরীরের জন্য একেবারেই ভাল নয়