চিজ ওমলেট থেকে চিজ ব্রেড খেতে কার না ভালোলাগে।

কিন্তু নরম তুলতুলে ক্রিমি চিজের হাই ক্যালোরির কথা মাথায় রেখেই লোভ সংবরণ করতে হয়।

অনেকেরই ধারণা চিজের মধ্যে ক্যালোরি বাদে আর কোনও পুষ্টিমূল্য নেই।

চিজের যেমন রকমফের আছে, তেমনই কিন্তু চিজ খুব স্বাস্থ্যকরও

চিজের মধ্যে প্রোটিন, ফ্যাট সবই থাকে সমপরিমানে। যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে

এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে, মস্তিষ্কের কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে চিজ। আর তাই সুস্থ থাকতে চিজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।