প্রতিটি কুকুরছানা আলাদা ও কিছু নির্দিষ্ট খাদ্য়তালিকা থাকে। তাদের বৃদ্ধিরও প্রয়োজন।

সঠিক মানের খাবার দিলেই হবে না, কুকুরকে খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও কাজ।

গ্রীষ্মে বা অত্য়াধিক গরমকালে শসাই একমাত্র সম্বল। খওসা ছাড়ামো শসার টুকরো ঠান্ডা করে স্ন্যাকস হিসেবে দিতে পারেন।

গাজরে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই ও কে। আয়রন, ক্যালসিয়াম থাকার কারণে কুকুরছানাদের দাঁত ও মাড়ি পরিস্কার ও মজবুত হয়।

এতে রয়েছে ভিটামিন এ, বি-৬ ,সি ও পটাসিয়াম। গরমের দিনগুলিতে সব বীজ বের করে প্রিয় ছানাকে তরমুজ কেটে দিতে পারেন।

কাঁচা, সেদ্ধ বা রান্না করা, সব রেসিপি হিসেবেই সারমেয়ের ডায়েটে রাখতে পারেন। এটি একটি স্বাস্থ্যকর সবজি যা কুকুরদের জন্য় নিরাপদ।

বীজ ছাড়া আপেল দিন প্রতিদিন। এতে রয়েছে ভিটামিন এ ও সি। তবে সব কুকুরছানার ডায়েট এক হয় না।