দেশে রয়েছে এই ৫ সেরা ও বিচিত্র সংস্কৃতি, জানতেন?

সবচেয়ে অসাধারণ এবং অবিশ্বাস্যভাবে অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা পাবেন শুধুমাত্র ভারতেই দেখতে পাবেন।

ভুটা কোলা: কান্তারা মুভির দৌলতে এখন কোলা বেশ জনপ্রিয়। কর্ণাটকের উপকূলবর্তী টুলুভাষীদের মধ্যে সবচেয়ে জাগ্রত ও আকর্ষণীয় এক স্থানীয় অনুষ্ঠান।

বারাণসীর গঙ্গারতি: দশাশ্বমেধ ঘাটে অনুষ্ঠিত পবিত্র ও জনপ্রিয় এই গঙ্গারতি বিশ্ববিখ্যাত। আধ্যাত্মিক ছোঁয়া, ভজন, পুজো, আরতি সব মিলিয়ে এই অনুষ্ঠান দেখতে লক্ষাধিক দর্শক ভিড় করেন।

পুরুলিয়ার ছৌনাচ: পশ্চিমবঙ্গ ও বিহারে উপজাতিদের জনপ্রিয় ও অসাধারণ একটি স্থানীয় নৃত্যশিল্প। মুখে মুখোশ, অ্যাক্রোব্যাটিক, কমেডি. দর্শন ও আধ্যাত্মিকতার মিশ্রণ এই নৃত্য ভারতের অতিপ্রাচীন একটি শিল্প।

কুম্ভ মেলা: হিন্দুধর্মে, প্রতি ১২ বছর অন্তর গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীতে আয়োজন করা হয় এই মেলা। ২০২৫ সালের প্রয়াগরাজে পরবর্তী মহাকুম্ভ মেলা পালিত হবে।

পুস্কর: ভারতের সবচেয়ে বড় উটের মেলা আয়োজন করা হয় এই মেলায়। প্রতিবছর কার্তিক পূর্ণিমায় উট, ঘোড়া, কচ্ছপ-সহ প্রায় ৫০ হাজারেরও বেশি প্রাণীর সমাগম হয়।