সুরেশ রায়না
২ কোটি বেস প্রাইস লিস্টে রয়েছেন রায়না। সিএসকে রিটেন করেনি তাঁকে। এই নিলামে অবিক্রিত থেকে যেতে পারেন তিনি।
দীনেশ কার্তিক
২ কোটি বেস প্রাইস লিস্টে নাম রয়েছে ডিকের। এ বার কেকেআর রিটেন করেনি তাঁকে। এই নিলামে অবিক্রিত থেকে যেতে পারেন কার্তিক।
ক্রুণাল পান্ডিয়া
মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ধরে রাখেনি। আসন্ন নিলামে তাঁর নাম ২ কোটি বেস প্রাইস লিস্টে রয়েছে। কিন্তু মেগা নিলামে অবিক্রিত থেকে যেতে পারেন সিনিয়র পান্ডিয়া।
রবীন উথাপ্পা
গত বার সিএসকের জার্সিতে খেলেছেন উথাপ্পা। কিন্তু আসন্ন আইপিএলে নিলামে ২ কোটি বেস প্রাইসের লিস্টে থাকা ক্রিকেটারদের মধ্যে, তিনিও অবিক্রিত থেকে যেতে পারেন।
অম্বাতি রায়াডু
৩৬ বছর বয়সী রায়াডুও মেগা নিলামে দল পাবেন কিনা সে নিয়ে সংশয় রয়েছে। যদিও ২ কোটি বেস প্রাইস লিস্টে নাম রয়েছে গত বার সিএসকের হয়ে খেলা রায়াডুর।