অনেক সময় দুধ বেশিক্ষণ বাইরে রাখলেই তা কেটে যায়

আর তাই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তা কাজে লাগান এই সব উপায়ে

ডিম সিদ্ধ করে নিন। এবার তা পিস পিস করে কেটে নিয়ে ওর মধ্যে ১ চামচ কেটে যাওয়া দুধ আর নুন, গোলমরিচ ছড়িয়ে খেতে পারেন

কেটে যাওয়া দুধ দিয়ে খোয়া বানিয়ে নিতে পারেন। এই দুধ খুব ভাল করে জ্বাল দিয়ে চিনি মিশিয়ে নিলেই তৈরি খোয়া

কেটে যাওয়া দুধ থেকে বানিয়ে নিতে পারেন বাটারমিল্কও

কাটা দুধ থেকে ভাল করে জল ঝারিয়ে পনির বানিয়ে নিন। সেখান থেকে বানিয়ে নিতে পারেন সুস্বাদু খাবারও

ঘন সবজির গ্রেভি বানাতেও ব্যবহার করা যায় কেটে যাওয়া দুধ। এতে স্বাদ ভাল আসে