1st July, 2024

গোপালপুজো করার সময় এই ৫ ভুলেও করবেন না!

credit: istock

TV9 Bangla

 শ্রীকৃষ্ণের কিশোর রূপকেই গোপাল হিসেবে পূজিত হন। জন্মাষ্টমীর সময় গোপালপুজোর হিড়িক পড়ে সবচেয়ে বেশি। 

 ধর্মীয় বিশ্বাস হল, বাড়িতে গোপালঠাকপুর থাকলে, তাকে নিবেদন সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা উচিত।

গোপালকে ভোগ নিবেদন করার মধ্যে দিয়েই সংসারে আসে সুখ-সমৃদ্ধি, উন্নতি-সাফল্য। 

ঠাকুরঘরের আসনে গোপাল থাকলে মাথায় রাখা উচিত এই ৫ কথা। এই নিয়মগুলি না মানলে প্রচণ্ড রেগে যান শ্রীকৃষ্ণ।

বাড়িতে নিত্য লাড্ডু গোপাল পুজো করা হয় তাহলে, বাড়িতে পেঁয়াজ ও রসুন জাতীয় খাবার রান্না করা এড়িয়ে চলা উচিত। 

শাস্ত্র অনুসারে, যে রান্নাঘরে লাড্ডু গোপালের ভোগ তৈরি করেন সেখানে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়।

গোপালকে পরিবারের সদস্য বা ছোট শিশুর মতো পরিবেশন করা হয়। লাড্ডু গোপালের সেবায় যেন কোনও ত্রুটি না থাকে। ভুল হলেই রেগে যান গোপালঠাকুর।

গোপালকে বাড়ির ছোট শিশুর মতো পুজো করা হয়। তাই ছোট শিশুকে যেমন কোথাও একা ছেড়ে দেওয়া উচিত নয়