হাঁফানির সমস্যা! দেশের এই ৫ জায়গায় যাওয়ার রিস্ক নেবেন না

স্পিতি ভ্যালি: উচ্চতা, অক্সিজেনের ক্রমাগত হ্রাসের কারণে বহু মানুষ শ্বাসকষ্টে ভোগেন।

তীব্র ঠান্ডা, ধুলোর ঝড় ও অক্সিজেনের ক্রমাগত হ্রাসের কারণে লাদাখে হাঁপানির রোগীদের যাওয়া ঠিক নয়।

অ্যাস্থমা রোগীদের উত্তর সিকিম যাওয়া উচিত নয়। মেডিক্যাল এমার্জেন্সি হলে হাতের কাছে কিছুই পাওয়া যায় না।

কাশ্মীরের পহেলগাঁওয়ের উচ্চতা প্রায় ৮ হাজার ফিট। এত বেশি উচ্চতায় ঘুরতে যাওয়া স্মার্ট আইডিয়া নয়।

বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার লোভ সংযম করুন। দার্জিলিংয়ের পাহাড় বেয়ে যত উপরে উঠবেন, অক্সিজেনের মাত্রা তত কমতে শুরু করে।