দেশের সবচেয়ে আকর্ষণীয় ও বৃষ্টিভেজা প্রকৃতি দেখার সুযোগ পাবেন কোথায় কোথায়

মহারাষ্ট্রে নাসিক জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত ইগাতপুরির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

বৃষ্টিভেজা সবুজ প্রকৃতি আর নীল সমুদ্রের হাতছানি দেয় অগস্টেও। ঘুরে আসুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

হিমাচল প্রদেশের অভাবনীয় একটি জায়গা। বর্ষার পরবর্তী সময়ে জলপ্রপাত ও পাহাড়ের সৌন্দর্য দেখতে স্পিতিতে ঢুঁ মেরে আসুন।

বর্ষার পরবর্তী সময়ে রিল্যাক্স হতে ছুটি কাটিয়ে আসুন লাদাখে।

অগস্টে স্নেক বোট রেস হয় কেরালায়। ঘুরে আসুন আলেপ্পিতে।