জন্মাষ্টমী উপলক্ষ্যে বহু ভক্ত সারাদিন উপবাস পালন করেন।

শুকনো ফল, সাবুদানা, মাখানা এই সব উপবাসের সময় খাওয়া যেতে পারে।

সুপার মুচমুচে, আটা দিয়ে তৈরি করা কুট্টু কি পুরি, সঙ্গে আলুর তরকারি।

কুট্টি কি পুরি, পরোটা, পকোড়ার সঙ্গে ঝা ঝাল আলুর তরকারি না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়।

আলু, জিরা, রক সল্ট, বাদাম দিয়ে তৈরি সাবুদানার খিচুরির স্বাদই আলাদা।

চটপট কিছু বানাতে হলে আলু-পনির কোফতার রেসিপিটি রেঁধে ফেলতে পারেন। ব্রত ও প্রসাদেও রাখতেও পারেন এই খাবার।

অসাধারণ স্বাদের সাবুদানার ক্ষীর ব্রতের থালিতে অবশ্যই রাখবেন।