এই ৫ লক্ষণেই বুঝবেন আপনার ত্বক শুষ্ক!

আর্দ্রতার অভাবে ত্বক হয়ে ওঠে শুষ্ক, প্রাণহীন। চামড়ার উপরে ফ্ল্যাকি দেখা যায়।

হাইড্রেটেড, ডার্ক সার্কেল, ফাইন লাইনস, রিঙ্কেলস হল শুষ্ক ত্বকের লক্ষণ।

ক্লান্তি, খসখসে ত্বক হলে আপনার ত্বক হবে শুষ্ক।

ত্বকের উপর লাল ফুসকুড়ি, চুলকানি দেখা দিলে তা শুষ্ক ত্বকের উপসর্গ।

শুকনো ঠোঁট, মুখ ও চোখ দেখেই বোঝা যাবে ত্বকের ধরন শুষ্ক।