বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ত্বকেরও বয়স বাড়ে। ৩০ বছরের পর থেকেই ত্বকের ধরণ পাল্টে যেতে থাকে।
প্রতিটি বয়সি মহিলাদের জন্যই কিছু ত্বকের যত্নের অভ্যাস রয়েছে, সেগুলি একবারে ভুললে চলবে না।
হালকা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার অভ্যাস করুন। বাইরে থেকে এলে ময়লা তেল ও জীবাণু পরিষ্কার করা আবশ্যিক।
বাইরের ব্যাকটেরিয়া, জীবাণু থেকে রেহাই পেতে মুখের ত্বকে স্পর্শ একেবারেই করবেন না।
সতেজ থাকতে, মৃতকোষ থেকে মুক্তি পেতে নিয়মিত এক্সফোলিয়েট করা আবশ্যিক।
ময়েশ্চেরাইজিংয়ের জেরে শুষ্ক-রুক্ষ, বলিরেখা দূর হয়।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে প্রতিবার সানব্লক ক্রিম বা লোশন ব্যবহার করা এড়িয়ে যাবেন না।
সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে ত্বকের বয়স দ্রুতহারে বেড়ে যায়। এমনকি ক্যানসারও হতে পারে।