গরমে হালকা রঙের পোশাক বাছুন। ফ্যাব্রিক যেন সুতির হয়।
রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে টুপিকে ফ্যাশনের অংশ করে তুলুন
শীত হোক বা গ্রীষ্ম, সানগ্লাস কখনও 'আউট অফ ফ্যাশন' হয় না
যেহেতু গরমকাল, তাই চেষ্টা করুন হালকা মেকআপ করার। চড়া মেকআপ মানানসই হয় না এই আবহাওয়ায়
আউটফিটের সঙ্গে মানানসই ব্যাগ নেওয়ার বদলে বাদামী বর্ণের হ্যান্ডব্যাগ ব্যবহার করুন।