সময়মতো রোগ চিনে চিকিত্‍সা করলে নিরাময় হবে দ্রুত। লিভার সিরোসিসের লক্ষণগুলি কী কী?

ত্বকে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে মুখের ত্বক হলুদ হয়ে যায়। চোখেও হলদেটে ভাব থাকে।

খিদে কমে যাওয়া, পেটের নানা রকম সমস্যা হলে লিভারের কাজে বাধা পড়ে।

কখনও ডায়রিয়া, কখনও কখনও কোষ্ঠকাঠিন্যের  সমস্যা বাড়তে পারে।

ক্রমশ পা ফুলতে শুরু করলে সাবধান হোন। শরীরে জলের পরিমাণ বেড়ে পা ফুলে যায়।

হেপাটাইটিস ও অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিস হতে পারে। অনেক কোষ ক্ষতগ্রস্ত হয়ে লিভারের কাজ করা কঠিন হয়ে যায়।

ত্বকে মাকড়সার মতো রক্তের জালিকা তৈরি হলে সতর্ক হোন। নিয়মিত মদ্যপানে টানুন নিয়ন্ত্রণ।

সারাদিন ক্লান্তি ও দুর্বল ভাব রয়েছে? লিভারের কাজ কমে গেলে এমনটা হতে পারে।