মুম্বই কুইন্টন ডি'কককে ছেড়ে দেওয়ায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটি গড়ার জন্য শিখর ধাওয়ানের মতো ভালো বিকল্প হবে না।
মুম্বই ইন্ডিয়ান্স
শুভমন গিলকে এ বারের আইপিএলের জন্য ধরে রাখেনি কেকেআর। আমদাবাদ দলে গিল যাওয়ায়, নাইটরাও ওপেনিংয়ে তাঁর জায়গায় ধাওয়ানকে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাতে পারে।
কলকাতা নাইট রাইডার্স
লোকেশ রাহুলের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া লখনও, ওপেনিংয়ে অধিনায়কের সঙ্গে জুটি হিসেবে দলে নিতে চাইবে শিখর ধাওয়ানকে।
লখনও
শিখর ধাওয়ানের অভিজ্ঞতাকে গোলাপি শহরের দল কাজে লাগাতে চাইবে। তাই আসন্ন নিলামে রাজস্থান রয়্যালসের টার্গেটে থাকবেন গব্বর।
রাজস্থান রয়্যালস
নিলামে আরসিবির নজরে থাকবেন ধাওয়ান। আরসিবি তাঁদের ওপেনিংয়ের দায়িত্ব দিতে চায় অভিজ্ঞ শিখর ধাওয়ানকে। বিরাটের সঙ্গে ধাওয়ানের ভালো সম্পর্কও দলের সমীকরণ বদলে দিতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর