ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে ও ত্বককে পুষ্টি দিতে ফেসিয়াল করা প্রয়োজন। মাসে অন্তত ১ টা করতেই হবে

ফেসিয়ালের ফেস ম্যাসাজ হল সএষ ধাপ। এরপর পর কিন্তু মুিখ অতিরিক্ত ঘষবেন না। বা কোনও কিছু লাগাবেন না

ফেশিয়াল করিয়েই রোদে বেরোবেন না। এতে নিজেদের অজান্তেই ত্বকের ক্ষতি হয়।

ফেশিয়ালের পর ভুলেও মেকআপ করবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। কোনও বিশেষ অনুষ্ঠান থাকলে তার দিন দুয়েক আগে ফেশিয়াল করে নিন

ফেশিয়াল করার পর পরই ওয়্যাক্সিং কিংবা থ্রেডিং ভুলেও নয়। এতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে