গরম পড়তে কফি খাওয়ার পরিমাণ কমিয়েছেন। কিন্তু কফি সংরক্ষণ করবেন কীভাবে?

কফি পাউডার আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। শুধু মানতে হবে সহজ টিপস।

প্রথমে কফির প্যাকেটে মেয়ারউত্তীর্ণ তারিখ দেখে নেবেন।

কফি সবসময় এয়ারটাইট কৌটোতে ভরে রাখুন। কৌটোতে এক ফোঁটাও জল থাকলে চলবে না।

এমনকী কফি সংরক্ষণ করতে হবে শুষ্ক জায়গায়। স্যাঁতস্যাঁত জায়গায় কফি নষ্ট হয়ে যায়।

কফি এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো পৌঁছায় না।

সবচেয়ে ভাল হয় যদি কফি ফ্রিজে সংরক্ষণ করেন।