গরমকালে পা ঘেমে যায়, আর এখান থেকে দুর্গন্ধ ছাড়ে? উপায় রয়েছে।

পায়ের দুর্গন্ধ দূর করতে দিনে দু'বার শ্যাম্পু জলে পা পরিষ্কার করুন।

নিয়মিত নখ কাটুন এবং নখ কোণে ময়লা জমতে দেবেন না।

গামলায় জলের সঙ্গে বাথ সল্ট মিশিয়ে দিন। এতে কিছুক্ষণ পা ডুবিয়ে বসুন।

নিয়মিত পা স্ক্রাবিং করুন। লেবুর খোসা, কফি ইত্যাদি দিয়ে এক্সফোলিয়েট করুন।

প্রতিদিন মোজা বদলে ফেলুন এবং কাচুন। এতে দুর্গন্ধ কমবে।

চামড়ার জুতো পরলে তা নিয়মিত কড়া রোদে দিন। এতে ব্যাকটেরিয়া মরে যাবে।