ভুরু প্লাক করে বাড়িতে এসেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন
চাইলে বরফ ঘষে দিতে পারেন
মুখ ধুয়ে ঠান্ডা কোনও জেলও লাগাতে পরেন। প্রয়োজনে শসা লাগিয়ে নিন
গোলাপ জলও লাগাতে পারেন তুলো দিয়ে। এতেও র্যাশ বেরনোর সম্ভাবনা কমে
সবচেয়ে ভাল হয় যদি কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করেন