শীতকালে শুষ্ক ত্বকের প্রবণতা স্বাভাবিক ঘটনা। কিন্তু কীভাবে হাইড্রেটেড রাখবেন, জানুন...

প্রতিদিন ত্বককে ময়েশ্চারাইজড করুন। সিয়া বাটার, অলিভ অয়েল, নারকেল তেল ও মধু ব্যবহার করুন।

হোমমেড টোনার ও স্ক্রাব ব্যবহার করে শুষ্কতা দূরে রাখুন।

পাউডার দুধের সঙ্গে গ্লিসারিন, লেবুর কয়েক ফোঁটা রস দিয়ে একটি প্যাক বানান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শুষ্কভাব দূর হবে নিমেষে।

ত্বক তীব্র শুষ্ক হলে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

শীতকালে যতটা সম্ভব রাসায়নিক-যুক্ত পণ্য ব্যবহার থেকে এড়িয়ে চলুন।