বেলা বাড়লে জানলা বন্ধ করে পর্দা টেনে দিন আবার বিকালে জানলা খুলে দিন
ঘরে সুতির বা লিনেন ফ্যাব্রিকের পর্দা ও বেডশিট ব্যবহার করুন
রান্না করার সময় এগজস্ট ফ্যান বা চিমনি চালিয়ে রাখুন, এতে তাপ বেরিয়ে যাবে
ঘরে আলো কম হলে ঠান্ডা ভাব বেশি থাকে। তাই টিউবলাইট কম জ্বালিয়ে রাখুন
ঘরের মধ্যে গাছ রাখলে তা দেখতেও সুন্দর লাগে এবং ঘরকে ঠান্ডাও রাখে।