রাহুল ত্রিপাঠী-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও পারদর্শী রাহুল ত্রিপাঠী। গত মরসুমে তিনি কেকেআরের হয়ে খেলেছিলেন। আসন্ন মরসুমে তাঁকে দলে টানার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
রাহুল তেওয়াটিয়া- গত মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন রাহুল তেওয়াটিয়া। ২০২১ সালের আইপিএলে সেভাবে তিনি নজর কাড়তে ব্যর্থ হলেও তাঁর অল-রাউন্ড দক্ষতা আসন্ন মরসুমে যে কোনও দলের বড় সম্পদ হয়ে উঠতে পারেন।
রবি বিষ্ণোই-জাতীয় স্তরে নজর কাড়ার পর পঞ্জাব কিংসের হয়ে ২০২১ সালের আইপিএলের ৯ ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছেন। পাশাপাশি তাঁর বোলিং অ্যাকশনও চর্চায় উঠে আসে। ফলে কোন দল তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাবে সেদিকে বিশেষ নজর থাকবে।
আবেশ খান-দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরসুমে বেশ নজর কেড়েছিলেন আবেশ খান। পুরো টুর্নামেন্ট জুড়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী (২৪টি) ছিলেন তিনি। ফলে আগামী মরসুমে তাঁকে কোন দল কিনতে আগ্রহ দেখায় সেদিকে নজর রাখতে হবে।
শাহরুখ খান-সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন তামিলনাড়ুর শাহরুখ খান। গত মরসুমে তিনি প্রীতির দল পঞ্জাবের হয়ে খেলেছেন। ফলে আসন্ন মেগা নিলামে তাঁর দিকে চোখ থাকতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজির।