কোলেস্টেরলকে বশে রাখার সহজ উপায় খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখা।

খাদ্যের মাধ্যমে এবং শরীরচর্চার অভাবে কোলেস্টেরলের মাত্রা বাড়ে।

অত্যধিক পরিমাণে রেড মিট খাওয়া কোলেস্টেরলের রোগীর জন্য ক্ষতিকর।

কোলেস্টেরল বাড়লে  জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার একদম চলবে না।

চর্বি ও তেল জাতীয় খাবারের পরিমাণও কমাতে হবে।

অ্যালকোহল নৈব নৈব চ। ছুঁয়ে দেখলেও বেড়ে যাবে কোলেস্টেরল।

এমনকী ধূমপানও কোলেস্টেরল রোগীদের জন্য বিষের সমান।