কটু গন্ধ এড়াতে গায়ে, বগলে গ্যালন গ্যালন মহার্ঘ ডিওড্রেন্ট ব্যবহার করেন?

ঘরোয়া উপায়ে অনায়াসেই ঘামের দুর্গন্ধ দূর করা যায়। সেগুলি কী কী, জানুন...

মৌরি জল পান করলে হজম ক্ষমতা বাড়ে। পেট ভালো থাকে। শরীর ঠান্ডা থাকে। ঘাম কম হয়। দুর্গন্ধও দূরে থাকে।

নিম পাতা সমস্তরকম খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলে যা দুর্গন্ধ তৈরি করতে পারে।

গোলাপ জলে থাকা বিশেষ উপাদান রোমকূপের মুখ সামান্য হলেও ছোট করে। ফলে ঘাম কম বেরোয়।

বেকিং সোডা দুর্গন্ধ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস। এছাড়া ত্বকের আর্দ্র ভাব ধরে রাখে ও বেশি ঘাম হওয়া রোধ করে।

ত্বক খুব সংবেদনশীল না হলে বগলে সরাসরি পাতিলেবুর রসের প্রলেপ দিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।