শীতে শুকনো কাশির সমস্যায় বেশি কষ্ট হয়। আরাম পেতে ঘরোয়া টোটকাকে কাজে লাগান।
শুকনো কাশি দূর করতে দিনে দু-তিন টেবিল চামচ মধু খান।
এছাড়াও আপনি ঈষদুষ্ণ জলে লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন।
দিনে দু'বার আদা দিয়ে চা পান করুন।
রাতে গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে পান করুন।
পুদিনা পাতাকে চিবিয়ে খেতে পারলে কাশির সমস্যা দূর হয়ে যাবে।
কাশির সমস্যা থেকে আরাম পেতে নুন জলে গার্গেল করতে পারেন।