আগেকার দিনে বাসন মাজতে পুকুর পাড়ের ছাই, মাটি ব্যবহার করা হত
পরবর্তীতে সেই ছাই মাটি বদলে যায় খার যুক্ত সাবানে
আর এখন বাড়িতে বাড়িতে লিক্যুইড ডিশ ওয়াশার ব্যবহার করা হয়
অনেকে আবার বাড়িতে ডিশ ওয়াশারও এখন সেট করে নিয়েছেন
হঠাৎ করে বাসন, লিক্যুইড দুই ফুরিয়ে গেলে কী ভাবে মাজবেন বাসন?
বেকিং সোডা দিয়ে বাসন ভাল করে ঘষে নিন সাবানের থেকেও চকচক করবে বাসন
বাসন মাজতে একরকম শক্তিশালী নুন পাওয়া যায়, সেই নুন দিয়েও বাসন মাজলে তা চকচক করবে